নামের বিভ্রাট যে কতটা বিড়ম্বনার কারণ হতে পারে, তার এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের দেউলিয়াত্ব বিষয়ক আইনজীবী মার্ক এস. জাকারবার্গ। তিনি ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলার মূল কারণ হলো, ফেসবুক বারবার তাঁর অ্যাকাউন্ট স্থগিত করে দিচ্ছে এবং তাঁকে ‘একজন বিখ্যাত ব্যক্তির ছদ্মবেশ ধারণের’ অভিযোগে অভিযুক্ত করছে। এই অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা তাঁর পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ব্যাপক প্রভাব ফেলছে।
তবে তিনি কোনো সাধারণ ব্যবহারকারী নন, তিনি এমন একজন যার নামের সঙ্গে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক এলিয়ট জাকারবার্গের নামের আশ্চর্যরকম মিল রয়েছে।
বিবিসি প্রতিবেদন অনুযায়ী, গত আট বছরে এই প্রবীণ আইনজীবী তাঁর অ্যাকাউন্টটি পাঁচবার স্থগিত হওয়ার অভিযোগ করেছেন। এর ফলে তাঁর হাজার হাজার ডলার ক্ষতি হয়েছে। মামলার নথিতে তিনি সগর্বে উল্লেখ করেছেন, তিনি প্রায় চার দশক ধরে আইন পেশায় নিয়োজিত, বলতে গেলে ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের শৈশবকাল থেকে। এই দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা সত্ত্বেও, তাঁকে কেবল নামের মিলের কারণে এমন হয়রানির শিকার হতে হচ্ছে।