শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | সময়:
11

লিওনেল মেসির ম্যাচ আগে আর্জেন্টিনায় হলে দেখা যেত খুশির আবহ। কিন্তু আজ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের চিত্রটা ছিল ভিন্ন। মেসি কেঁদেছেন বারবার। ভক্ত-সমর্থকেরাও আবেগপ্রবণ হয়ে উঠেছেন।

আর্জেন্টিনার মাঠে আজ মেসি শেষ ম্যাচ খেলেছেন বলে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচটা হয়ে উঠেছে মেসিময়। মেসির পায়ে বল যেতেই গ্যালারি থেকে শোনা গেছে হর্ষধ্বনি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের পরিবারের সদস্যরাও ছিলেন এই ম্যাচে। ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার কথা ভেনেজুয়েলা ম্যাচ শেষে নিশ্চিতও করেছেন মেসি। এই ম্যাচ শেষ হতে না হতেই ভক্ত-সমর্থকদের দুঃসংবাদ দিলেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাচ শেষে বলেন, ‘লিওর (স্কালোনি) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ শেষে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চোট থেকে মাত্র সেরে উঠেছি। এখন ভালো আছি। কিন্তু সামনের ম্যাচগুলোর জন্য যেন প্রস্তুত হতে পারি, সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার।’

১০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৫টায় শুরু হবে আর্জেন্টিনা-ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। এই ম্যাচটি হবে ইকুয়েডরের মনুমেন্তাল স্টেডিয়ামে। ইকুয়েডরের বিপক্ষে যে মেসি খেলবেন না, সেটা নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনার কোচ বলেন, ‘ইকুয়েডরে সে (মেসি) যাবে না। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে সে ক্লান্ত হয়ে পড়েছিল। মাঠ থেকে উঠে এলে ভালো হতো। কিন্তু ম্যাচের আবহ ছিল অন্যরকম। তাই সে পুরো ৯০ মিনিট খেলেছে। পরিবারের সঙ্গে এখন তার সময় কাটানো উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🆕 নতুন প্রোডাক্ট

  • কোনো নতুন প্রোডাক্ট নেই